আসসালামু আলাইকুম ভিজিটর বন্ধুগন!
মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি, আপনাদের উদ্দেশ্যে কিছু লিখার ক্ষমতা প্রদানের জন্য।
এটি আমার টিউনটিতে যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং সংশোধনের জন্য ভুল টা দেখিয়ে দেবেন, প্লিজ।
শুরু করছি তাহলে,
password ছাড়া wifi connect এর জন্য যা যা প্রয়োজন তা নিম্নে দেওয়া হইল:-
১.একটি Android মোবাইল।
২.মোবাইলটি Root থাকার প্রয়োজ নেই।
৩. play_store থেকে একটি Apps ডাউনলোড করে নিতে হবে। play store এ WPS দিয়ে সার্চ দিলে এই Apps গুলো আসবে এইখান থেকে য কোন একটি download করে নিলেই হবে। যেমন আমি AndroDumpper দি কাজ করেছি।
৪.যে Wifi টি connect করা হবে সেই Wifi এর প্রথম pin/password। যেটি রাওটার এর পিছনে দেওয়া থাকে আমার টার password :-19341811
এই প্রথম কোডটি জানা থাকলে য password চেঞ্জ করা হোক না কে প্রতিবারই Wifi connect করা যায়। প্রতি Wifi router এর নিজস্ব কোড থাকে।
বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আলহামদুলিল্লাহ! বেশ উপযোগী ছিলো।