সোমবার, ২২ মে, ২০১৭

ডিলিট হয়ে যাওয়া SMS গুলো যেভাবে Recovery করে আনা যায়।

মহান রাব্বুলআলামিন আল্লাহর দরবারে কোটি কোটি গুন শুক্রিয়া জ্ঞাপন করছি,
পুর্ণ সুস্থতা সহকারে আপনাদের সম্মুখে গুরুত্বপুর্ণ টিউন নিয়ে উপস্থিত হতে পারার জন্য।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করছি। সবার শুভ কামনা করে আজ লিখতে বসলাম। শুরু করা যাক,

অনেক সময় অসাবধানতা বসত আমাদের ফোন থেকে অনেক সময় ম্যাসেজ অথবা সেভ করা নাম্বার ডিলিট হয়ে যায়। আবার অনেক সময় ডিলিট হওয়া এসএমএস বা নাম্বার আবার দরকার হয়ে থাকে। আজ আমি ডিলিট হওয়া এসএমএস, নাম্বার, গ্যালারি সহ সকল কিছু কিভাবে ফিরিয়ে আনবেন।
প্রথমে Android Data Recovery নামে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই এপ্লিকেশন টি playstore  আছে। সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনার পিসিতে ইন্সষ্টল করুন। Install শেষ হওয়ার পর আপনি আপনার মোবাইল ফোন USB Cable এর মাধ্যমে আপনার পিসিতে কানেক্ট করুন। এবার সফটওয়্যারটি RUN করুন।
সফটওয়্যারটি RUN করার পর আপনি যা যা Recover করতে চান তা সিলেক্ট করুন। তারপর আপনি Continue Scanning এ ক্লিক করুন। এবং Recover করুন। এবার আপনার ফোনে একটা নটিফিকেশন যাবে তা Install করুন। তারপর দেখবেন আপনার হারানো এসএমএস ফিরে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আলহামদুলিল্লাহ! বেশ উপযোগী ছিলো।